অব্যয়ের সম্পাদকীয়র পরিবর্তে দু একটি কথা

অব্যয় শিল্প সাহিত্যকে প্রেজেন্টেশন করতে এসেছে। ফলে, শিল্প সাহিত্যের অনেক কিছুই উঠে আসবে।

অব্যয় ওয়েবম্যাগ প্রকাশ করার কারণ হইলো, যেহেতু শিল্পসাহিত্য করা মানুষ সেহেতু অন্যকিছুতে থিতু হওয়া সম্ভব হয়না; -সেহেতু লেখা প্রকাশ, লেখা সম্পাদনা করাটাকেও একটা কাজ বলেই মনে করি। এছাড়া এর আগে মানে অব্যয় প্রকাশের আগেও সম্পাদনা করার ধারাবাহিকতায় অব্যয় প্রকাশ পেল।

এখানে উল্লেখ্য যে, যারা মুক্তবুদ্ধির চিন্তা করেন, অসাম্প্রদায়িক চিন্তাচেতনা লালন করেন, -গদ্য- প্রবন্ধ প্রকাশে অব্যয় তাদেরকে প্রায়োরিটি দেবে।

একথা আগেভাগেই বলে নেয়া ভাল যে, অব্যয়ে প্রকাশিত লেখার দায় লেখকের। প্রকাশিত লেখার দায় সম্পাদক বহন করবেনা। একারণে যারা পলিটিক্যাল কিংবা ধর্মীয় অভিসন্দর্ভমূলক লেখা লিখবেন তারা এ বিষয়ে নিশ্চয় কনসার্নই থাকবেন। 

অব্যয়ের জন্য প্রগতিশীল লেখকেরা লেখা পাঠাতে পারবেন। লেখা পাঠাবেন ওয়াড ফাইলে। ই-মেইল: editor@obboy.net অথবা, talashwriter@gmail.com এ।

পাঠকদের সাড়া পাইলে এবং সাহিত্যসমাজে এর প্রাসঙ্গিকতা থাকলে অব্যয় নিয়মিত প্রকাশ পাবে বলে মনে করছি।

অব্যয়ে লেখাপ্রকাশের ক্ষেত্রে কোনো লেখক বিল দেয়া হয়না। আপাতত লেখার সম্মানী না দিতে পারার জন্য অব্যয় সরি প্রকাশ করছে। 

পরিশেষে এটাও বলি, অব্যয় শিল্প সাহিত্যের ওয়েবম্যাগ হিসেবে শিল্পসাহিত্যামোদীদের কাছে সমাদৃত হতে চায়। এক্ষেত্রে প্রকাশনা শিল্পকে ধারাবাহিকভাবে প্রকাশে কেউ সহযোগিতা করতে এলে তা সানন্দে চিত্তে বিবেচনা করবে। এর পাশাপাশি অব্যয় তার জন্মলগ্ন থেকেই স্পন্সর কিংবা বিজ্ঞাপন পেতে চোখ কান খোলা রাখছে। স্পন্সর কিংবা বিজ্ঞাপন পাওয়া জরুরিও। কেননা, এড বিহীন পত্রিকা চালানো সম্পাদকের একার পক্ষে কঠিনই। যা এখন পর্যন্ত সম্পাদক একাই করে যাচ্ছে।

সর্বশেষে, অব্যয় তার লেখক, পাঠক এবং শুভানুধ্যায়ীদের সফলতা কামনা করে। তাদের ভালবাসার প্রতি অব্যয়েরও অপার ভালবাসা রয়েছে।


তালাশ তালুকদার
অব্যয়
সম্পাদক

 

রাষ্ট্র সংস্কারে নয়া হিস্টোরিক ব্লক বানানোর দিকে যেতে হবে

১টি অ-গোপনীয় প্রেমপত্র।। মুজিব ইরম

Leave a Reply